Date : 26 Jan, 2024
দিনভর আনন্দ উচ্ছ্বাসের মধ্যদিয়ে শ্রীমঙ্গল সেন্ট মার্থাস্ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার সকালে জাতীয় প্রতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেন্ট যোসেফ গীর্জার পাল পুরহিত রেভা. ফা. জেমস্ শ্যামল গমেজ।
এর পর পরই মশাল প্রজ্জ্বলন করে শিক্ষার্থীরা। এর পরপর বিকাল ৩টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।খেলাধুলার মধ্যে ছিল নৃত্য প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, লং জাম্প, দৌড়সহ বিভিন্ন প্রতিযোগীতা।
প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ আরএনডিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট মার্থাস্ কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি কস্তা, শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফা. প্রশান্ত ক্রুশ সিএসসি, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।